রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল অফিসের কনফারেন্স হলে গতকাল শনিবার প্রকৌশলী, স্থপতিদের ও ডেভেলপারদের অংশগ্রহণে ‘টেকসই আবাসন : প্রকৌশলী ও স্থপতিদের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও মুখ্য আলোচক ছিলেন, প্রফেসর এমেরিটাস ইউনিভার্সিটি অব এশিয়ান প্যাসিফিক, ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক ড. এম. শামীম জেড. বসুনিয়া। সভাপতিত্ব করেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন। সঞ্চালনা করেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার এস এম আবু সুফিয়ান।
সভাপতি তার বক্তব্যে বলেন, আমরা রিহ্যাব সদস্যরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুপরিকল্পিত টেকসই আবাসন রেখে যেতে চাই। এ জন্যই রিহ্যাবের পক্ষ থেকে এই গোলটেবিল আলোচনার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও মুখ্য আলোচক অধ্যাপক ড. এম শামীম জেড বসুনিয়া বাংলাদেশের প্রেক্ষাপটে বিবেচনায় টেকসই আবাসন নির্মাণের উপর মূল প্রবন্ধ উপস্থাপন এবং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। স্বাগত বক্তব্য দেন রিহ্যাব পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো–চেয়ারম্যান–১ মোহাম্মদ মোরশেদুল হাসান। আলোচক ছিলেন স্থপতি আশিক ইমরান, ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার তৈয়বুল আলম, স্থপতি মাহাদী ইফতেখার, ইঞ্জিনিয়ার নকিব উল আহসান। উপস্থিত ছিলেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল কাইয়ূম ভূঁইয়া, সৈয়দ ইরফানুল আলম, শারিস্থ বিনতে নূর, নূর উদ্দীন আহাম্মদ, মোহাম্মদ মাঈনুল হাসান, রিহ্যাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ইফতেরখার হোসেন, মোহাম্মদ জাফর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।