নিউজিল্যান্ডকে ধূমপানমুক্ত করতে নতুন এক আইন পাস করেছে দেশটির পার্লামেন্ট, ধাপে ধাপে যার বাস্তবায়ন শুরু হচ্ছে নতুন বছর থেকে। মঙ্গলবার নিউজিল্যান্ডের পার্লামেন্টে পাস হওয়া এ আইন কার্যকর হলে ২০০৮ সালের পর জন্ম নেওয়া কেউ সে দেশে বৈধভাবে সিগারেট বা তামাক পণ্য কিনতে পারবে না। খবর বিডিনিউজের।
ফলে সিগারেট কেনার অধিকার রাখে এমন মানুষের সংখ্যা সেখানে প্রতি বছর কমতে থাকবে। ২০৫০ সালে তা যে পর্যায়ে পৌঁছাবে, তাতে ৪০ বছর বয়সীরাও সিগারেট কিনতে পারবেন না। বিলটি পার্লামেন্টে তুলেন নিউ জিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী আয়েশা ভেরাল। তিনি বলেন, এ আইন হলো তামাকমুক্ত ভবিষ্যৎ গড়ার পথে প্রথম পদক্ষেপ।
এর ফলে আগামী দিনে হাজারো মানুষ আরও বেশিদিন সুস্থভাবে বেঁচে থাকার সুযোগ পাবে। ধূমপানজনিত অসুস্থতার চিকিৎসায় নিউজিল্যান্ডকে বছরে যে ৫ বিলিয়ন ডলার (৩.২ বিলিয়ন মার্কিন ডলার) খরচ করতে হয়, সেই অর্থ বেঁচে যাবে।
নিউজিল্যান্ডে ধূমপায়ীর হার এখন ইতিহাসের সবচেয়ে কম। প্রতিদিন ধূমপান করেন এমন মানুষের সংখ্য সেখানে মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৮ শতাংশ। আগের বছর এই হার ছিল ৯.৪ শতাংশ।