দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের কালো থাবা থেকে রক্ষা করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন আফ্ফান ইন্টারলাইনিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, দেশে কিশোর গ্যাংসহ যুবসমাজ যেভাবে অবক্ষয়ের দিকে অগ্রসর হচ্ছে এর লাগাম টেনে ধরতে হবে। এক্ষত্রে সাংবাদিকরা তাঁদের লেখনীর মাধ্যমে অভিভাবকদের সচেতন করে তুলে পারেন বলে তিনি মনে করেন। একইসাথে চট্টগ্রামের আরেক ব্যবসায়ী জে এস কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক জসীমুল আনোয়ার খান বলেছেন, ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছি। এই করোনাকালেও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগামীতেও এ ধারা অব্যাহত রাখতে এবং সাংবাদিকদের কল্যাণে কাজ করতে দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেন তিনি। গতকাল সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম। অতিথিদের প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় ক্লাবের দাতা সদস্য মেলো ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফ উল্লাহ মনসুর, ক্লাবের সহ-সভাপতি স ম ইব্রাহীম, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, দেবদুলাল ভৌমিক, মনজুর কাদের মনজু প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।