ভবিষ্যৎ কামনা তাহাবীবা সুলতানা রেশমী | মঙ্গলবার , ১২ নভেম্বর, ২০২৪ at ৫:২৪ পূর্বাহ্ণ ফুলের মতো গড়বো জীবন পশুর মতো নয়। ভালোবাসায় গড়বো জীবন অহংকার দিয়ে নয়। ভালোবাসবো মানুষকে হিংসা করবো না আশীর্বাদ নেব আমরা, অভিশাপ না। জ্ঞান দিয়ে ভরাবো বিবেক বোকার মতো না। মানুষের মতো মানুষ হবো, এটাই কামনা।