ভবিষ্যতে দৃষ্টান্ত হয়ে থাকবে, তেমন একটি রায় প্রত্যাশা করছি : চিফ প্রসিকিউটর

| শুক্রবার , ১৪ নভেম্বর, ২০২৫ at ৪:৩৩ পূর্বাহ্ণ

ভবিষ্যতে দৃষ্টান্ত হয়ে থাকবে, তেমন একটি রায়ই প্রত্যাশা করছিবলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় প্রসঙ্গে তিনি গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের একথা বলেন। খবর বাসসের।

আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল১ শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ নির্ধারণের পর চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, মামলাটি এখন রায়ের জন্য প্রস্তুত হয়েছে। ইনশাআল্লাহ, আগামী ১৭ নভেম্বর এই মামলাটির রায় ঘোষিত হবে।

এ সময় তিনি আরো বলেন, আমরা অঙ্গীকার করেছিলাম যে কেউ বাংলাদেশে যত শক্তিশালীই হোক না কেন, যদি কেউ অপরাধ করে, মানবতাবিরোধী অপরাধ করে, তবে তাদেরকে সঠিক পন্থায় বিচারের মুখোমুখী করা হবে। তাদের আইন অনুযায়ী যে প্রাপ্য, সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। সেই প্রক্রিয়ায় আমারা দীর্ঘ একটি যাত্রা শেষ করে এখন চূড়ান্ত পর্বে উপনীত হয়েছি।

চিফ প্রসিকিউটর বলেন, আশা করছি আদালত তার সুবিবেচনা ও প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির বিচারের জন্য যে আকাঙ্ক্ষা ও যে তৃষ্ণা রয়েছে, সেটার প্রতি তারা সুবিচার করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশের সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন। তিনি আরো বলেন, আশা করছি ভবিষ্যতের এই রায়টি দৃষ্টান্ত হয়ে থাকবে, তেমন একটি রায়ই প্রত্যাশা করছি।

পূর্ববর্তী নিবন্ধআলকরণে শত কোটি টাকার সেই সম্পত্তি হস্তান্তরে ৬ মাসের নিষেধাজ্ঞা
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে কৌশলে ডেকে নিয়ে যুবককে মারধর, হাসপাতালে মৃত্যু