ভবন থেকে পড়ে আহত রংমিস্ত্রির মৃত্যু

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৮ এপ্রিল, ২০২১ at ১০:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রংমিস্ত্রি মো. সাইফুল (২৮) মারা গেছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালে ২৮ নম্বর ওয়ার্ডে ৫ দিন ধরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ১২ এপ্রিল নগরীর ফয়’স লেকের লেকভিউ আবাসিকের একটি চারতলা ভবনে রংয়ের কাজ করার সময় পড়ে গিয়ে আহত হন সাইফুল। সাইফুল আনোয়ারা উপজেলার আবদুল কাদেরের ছেলে। সে নগরীর বায়েজিদ শেরশাহ আরেফিন নগর এলাকায় বসবাস করতো।
ঘটনায় সংশ্লিষ্ট জাকির হোসেন নামের এক ব্যক্তি বলেন, গত ১২ এপ্রিল লেকভিউ আবাসিকের একটি ভবনে রংয়ের কাজ করার সময় ভবনটির চারতলা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় সাইফুল। এরপর থেকে সে হাসপাতালে নিউরো সার্জারি বিভাগে চিকিৎসাধীন ছিল। শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সে মারা যায়। মরদেহ হাসপাতালের লাশঘরে রয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুল্লাহ বলেন, ২৮নং ওয়ার্ডে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। থানা পুলিশকে বিষয়টি সম্পর্কে জানানো হয়েছে। এরপর তারা পদক্ষেপ নেবেন।

পূর্ববর্তী নিবন্ধরাতের আঁধারে ত্রাণ নিয়ে ঘরে ঘরে যাচ্ছেন ম্যাজিস্ট্রেট
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় যেমন চলছে লকডাউন