বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) মহান ৩৭তম উরশ উপলক্ষে সূর্যগিরি আশ্রমের প্রকাশনায় ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি–বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার সহযোগীতায় সূর্যগিরি আশ্রম পরিচালনা কমিটি কেন্দ্রীয় পর্ষদের তত্ত্বাবধানে স্মরণিকা ‘ভক্তি’ এর ২য় প্রকাশনা সমপ্রতি প্রকাশিত হয়েছে।
‘ভক্তি’ স্মরণিকা প্রকাশনার মোড়ক উন্মোচন করেন দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারীর গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)। স্মরণিকার মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি অধ্যক্ষ লায়ন ডা. বরুণ কুমার আচার্য্য।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রমের উপদেষ্টা লায়ন পণ্ডিত তরুণ কুমার আচার্য, সভাপতি ধীমান দাশ, সাধারণ সম্পাদক কৃষ্ণ বৈদ্য, সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পর্ষদের সভাপতি বিপ্লব চৌধুরী, সাধারণ সম্পাদক টিটু চৌধুরী, নারায়ণ আচার্য, রুবেল শীল, শংকর দাশ প্রিন্স, ঝুমুর সর্দার, সনজিত দে, নুপুর পাল, তিমুল পাল, শুভ পাল, ইমন পাল, মিশু পাল, জয় পাল, দেবরাজ পাল, দেবজিত পাল, অভিবসু মল্লিক, শিমুল পাল, মিটু দাশ গুপ্ত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।