ভক্তদের ভালোবাসাই সেরা অর্জন

| বুধবার , ৮ জুন, ২০২২ at ১১:০৬ পূর্বাহ্ণ

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফেরদৌস আহমেদের জন্মদিন ছিল গতকাল মঙ্গলবার। এদিন ৪৮ পেরিয়ে ৪৯ বছরে পা দিলেন তিনি। সিনেমারর শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটালেও জন্মদিনে শুটিং রাখেননি ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমার এই নায়ক। সোমবার দিনগত রাত ১২টার পর থেকেই অসংখ্য শুভেচ্ছা বার্তা পেয়েছেন তিনি। ফেরদৌসের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও। খবর বাংলানিউজের।

বিশেষ দিনে সবার কাছে দোয়া চেয়ে ফেরদৌস বলেন, সবার দোয়া ও ভালোবাসা নিয়ে আজকের দিনটি ভালোভাবে কাটাতে চাই। এখনও জন্মদিনে উপহার পাঠান ভক্তরা। অভিনয় ক্যারিয়ারে ভক্তদের ভালোবাসাই আমার কাছে সেরা অর্জন। সান্তনা এই যে, অভিনয় দিয়ে জীবনে কিছু করতে পেরেছি। জন্মদিনে সেরা উপহারের বিষয়ে ফেরদৌস বলেন, গেল বছরের জন্মদিনে রাত ঠিক ১২টার সময় একটা কেক নিয়ে হাজির হলো মেয়েরা। জানাল শুভ জন্মদিন।

বাবার জন্মদিন উপলক্ষে নিজ হাতে কেকটা বানিয়েছিল তারা। মেয়েদের কাণ্ড দেখে আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। এই কেকই আমার জীবনে পাওয়া সেরা উপহার। বর্তমানে বর্ষীয়ান নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর ‘সুজন মাঝি’ সিনেমায় অভিনয় করছেন ফেরদৌস। এছাড়া আফজাল হোসেনের ‘মানিকের লাল কাঁকড়া’, হৃদি হকের ‘১৯৭১ : সেই সব দিনগুলি’, নঈম ইমতিয়াজের ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ এবং নুরে আলমের ‘রাসেলের জন্য অপেক্ষা’ সিনেমাগুলোতে কাজ করছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধনাগরিক সেবা নিশ্চিতে পরিপূর্ণ রাজস্ব আদায়ের বিকল্প নেই
পরবর্তী নিবন্ধমুঠোফোনে আন্তর্জাতিক মানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানানো সম্ভব