বয়ানের ‘স্পার্টাকাস বিষয়ক জটিলতা’ মঞ্চস্থ

| সোমবার , ১৯ জানুয়ারি, ২০২৬ at ১২:১২ অপরাহ্ণ

বয়ান শিল্পাঙ্গনের দ্বিতীয় প্রযোজনা ‘স্পার্টাকাস বিষয়ক জটিলতা’ নাটকের দ্বিতীয় ও তৃতীয় মঞ্চায়ন গত শনিবার টিআইসির মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রয়াত নাট্যকার মমতাজউদদীন আহমদ রচিত নাটকটির পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন নাট্যজন সায়েম উদ্দীন। রূপসজ্জায় ছিলেন শাহীন চৌধুরী ও বীণা দাশগুপ্ত।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল কবিতা, রামিসা, অবন্তি, রাইসা, পার্থ সারথি দে, সাজু বড়ুয়া, মনিরুল মান্নান, মুক্তা সাহা, রেশমি, রিক্তা বড়ুয়া, সুব্রত পাল, রানা দে, জহিরুল ইসলাম, দিগন্ত রায়, সৌরভ ও সায়েম উদ্দীন। পোশাক পরিকল্পনায় ছিলেন জান্নাতুল কবিতা ও মুক্তা সাহা। আলোক প্রক্ষেপণে নাট্যকর্মী রিপন বড়ুয়া ও বড়ুয়া সীমান্ত। আবহ সংগীতে ছিলেন আজমল নবীন, রক ডায়াস ও তারিন আহমেদ তিশা।

মঞ্চায়ন শেষে নাটক নিয়ে অনুভূতি ব্যক্ত করেন নাট্যজন প্রদীপ দেওয়ানজী এবং অনুবাদক ও সমালোচক আলম খোরশেদ। প্রদীপ দেওয়ানজী বলেন, তারুণ্যে উদ্দীপ্ত ও তারুণ্যে ভরপুর বয়ান শিল্পাঙ্গনের কর্মীরা যে নাটকটি উপস্থাপন করেছে তা সময়ের সঙ্গে প্রাসঙ্গিক। আলম খোরশেদ বলেন, এই নাটকটি দেখতে এসে আমি যেন ৫২ বছর আগের চট্টগ্রামে ফিরে গিয়েছি, যখন গ্রুপ থিয়েটার ’৭৩এর মাধ্যমে নাটকটি মঞ্চস্থ হয়েছিল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘ফ্যামিলি গেইম শো’, তাহসান ফের সঞ্চালনায়
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৭.৪৫ কোটি টাকা