‘গৌরবের ঐতিহ্যে ৮০ বছর’ শীর্ষক বারেক মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় এসএসসি ব্যাচ ২০০০–এর আয়োজনে গত ৩ জানুয়ারি সন্ধ্যায় নগরীর গোসাইলডাঙ্গায় স্কুল মাঠ প্রাঙ্গণে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে নাটক পরিবেশন করেছে বয়ান শিল্পাঙ্গন।
বয়ান শিল্পাঙ্গনের তৃতীয় প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘খ্যাতির বিড়ম্বনা’ নাটকের পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন সায়েম উদ্দীন। দিগন্ত রায়ের সরাসরি বাদ্য বাজানো আবহ সংগীত ও বীণা দাশগুপ্ত রূপসজ্জায় নাটকটি ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অবন্তি বিশ্বাস দিঘী, মুক্তা সাহা, রামিসা, মনিরুল মান্নান, রানা দে, দিগন্ত রায়, সায়েম উদ্দীন, পার্থ সারথি দে, বীণা দাশগুপ্ত ও সাজু বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।










