বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ২০২৫–২৬ ক্রিকেট মৌসুমের প্রস্তাবিত ক্যালেন্ডার অনুযায়ী বয়স ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করবে চট্টগ্রাম জেলা দল। এ উপলক্ষে দল গঠনের জন্য অনূর্ধ্ব–১৪, অনূর্ধ্ব–১৬ ও অনূর্ধ্ব–১৮ দলের চূড়ান্ত বাছাইয়ে উত্তীর্ণ যে সকল খেলোয়াড় মেডিকেল ফরম সংগ্রহ করেছেন, তাদের আজ ২৪ অক্টোবর শুক্রবার বিকাল ৫টায়, চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের বিভাগীয় ক্রীড়া সংস্থার সামনে উপস্থিত হয়ে জেলা কোচ শেখ মাহাবুব উল করিম (মিঠু) এর নিকট ফরম জমা দেওয়ার জন্য বলা হয়েছে।












