বয়স কম হলেও ছিনতাই জগতে পরিচিত মুখ

কর্ণফুলীতে চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

কর্ণফুলী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৪ জুলাই, ২০২৫ at ৫:৪৯ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৪ সদস্যের একটি পুরনো ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে শিকলবাহা ইউনিয়নের নতুন উপজেলা কমপ্লেক্সের গেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।

গ্রেপ্তারকৃতরা হলেন, পটিয়ার জিরি ইউনিয়নের মো. আব্দুল হামিদ ওরফে হালিম (২৪), কোতোয়ালী থানার খোয়াজনগরের মো. সাজেদুর রহমান ওরফে সজিব (২২), কক্সবাজারের উখিয়ার নুর আলম ওরফে শাহীন (১৯) এবং কর্ণফুলীর চরলক্ষ্যার নেজাম উদ্দিন ওরফে রেজোয়ান (১৯)

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বয়স ২০ বছরের নিচে হলেও ছিনতাই জগতে তারা পরিচিত মুখ। তারা একাধিক ছিনতাইয়ের ঘটনায় জড়িত। কখনও যাত্রী সেজে সিএনজিতে উঠে, কখনও চলন্ত গাড়ি আটকে যাত্রীদের মালামাল লুট করত। টার্গেট ছিল নির্জন সড়ক ও রাতের পথচারীরা। কর্ণফুলীর বিভিন্ন এলাকায় এই চক্রটি দীর্ঘদিন ধরে সক্রিয়। গ্রেপ্তারের ফলে অন্তত সাময়িকভাবে হলেও এলাকাবাসী কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে।

ওসি বলেন, তাদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০এর ৩৯৯/৪০২ ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্তে তাদের বিরুদ্ধে অতীত কর্মকাণ্ডেরও তথ্য খতিয়ে দেখা হবে।

পূর্ববর্তী নিবন্ধদেশে নির্বাচন ঠেকানোর জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে
পরবর্তী নিবন্ধজামিনে বের হয়ে ফের গাঁজা বিক্রি, কারবারি গ্রেপ্তার