সমাজসেবা অধিদপ্তর থেকে বয়স্ক ভাতার টাকা নিয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করার সময় মাকসুদুর রহমান (৩০) নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ।
গত রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আটক মাকসুদুর রহমান ভোলার মৃত ফয়েজ আহম্মেদের ছেলে। জানতে চাইলে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন দৈনিক আজাদীকে বলেন, বয়স্ক ভাতার টাকা তুলে দেয়ার কথা বলে প্রতারণার দায়ে এক ব্যক্তিকে আমরা আটক করেছি।
প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে মামলাও হয়েছে। জানতে চাইলে মামলার বাদি শহীদুল ইসলাম দৈনিক আজাদীকে বলেন, বয়স্ক ভাতার টাকা তুলে দিবে বলে আমার বাবাকে এক ফরম দেন প্রতারক মাকসুদুর রহমান। প্রথমে আমি বিষয়টি বুঝতে পারিনি। পরে মাকসুদুর রহমান যখন এটার জন্য ২ হাজার ২০০ টাকা দাবি করে তখন আমার সন্দেহ হয়। আমি তাৎক্ষণিক আমার এক পরিচিত লোককে বিষয়টি জানালে তিনি তাকে ভুয়া বলে বেঁধে রাখতে বলে। পরে প্রতিবেশীদের সহায়তা তাকে ২১নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে নিয়ে আসি। সেখানে ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন কোতোয়ালী থানা পুলিশের হাতে প্রতারক মাকসুদুর রহমানকে তুলে দেয়।