বয়সভিত্তিক ক্রিকেট খেলোয়াড়দের জ্ঞাতার্থে

| সোমবার , ২০ অক্টোবর, ২০২৫ at ১১:৪৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ২০২৫২৬ ক্রিকেট মৌসুমের প্রস্তাবিত ক্যালেন্ডার অনুযায়ী বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য চট্টগ্রাম জেলা দল গঠন করা হবে। এ লক্ষ্যে অনূর্ধ্ব১৪, অনূর্ধ্ব১৬ ও অনূর্ধ্ব১৮ দলের চূড়ান্ত বাছাইয়ে উত্তীর্ণ খেলোয়াড়দের আগামী ২০ অক্টোবর সোমবার, বিকাল ৫টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ফরম পূরণ এবং আগামী ২১ অক্টোবর মঙ্গলবার, সকাল ৮টায় খেলোয়াড়দের মেডিকেল টেস্ট অনুষ্ঠিত হবে। ফরম পূরণ ও মেডিকেল টেস্টের জন্য যথাসময়ে উপস্থিত হয়ে জেলা কোচ শেখ মাহাবুব উল করিম (মিঠু) এর নিকট রিপোর্ট করার জন্য বলা হয়েছে। উল্লেখ্য যে, প্রত্যেক খেলোয়াড় এর সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজ ছবি, ২ কপি স্ট্যাম্প সাইজ ছবি, অনলাইন জন্ম নিবন্ধন, পিএসসি/ জেএসসি/ এসএসসি/ এডমিড কার্ড/ রেজিষ্ট্রেশন কার্ড/ স্কুলের প্রত্যয়নপত্র এর অরিজিনাল কপি ও ফটোকপি সঙ্গে নিয়ে আসতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমার্শাল আর্ট প্রতিযোগিতায় অজয় কারাতে স্কুল এন্ড কলেজের সাফল্য
পরবর্তী নিবন্ধজেলা ক্রীড়া অফিস আয়োজিত স্কুল ছাত্রদের মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ শুরু