নগরীর ডবলমুরিং থানাধীন চৌমুহনী কর্ণফুলী মার্কেট এলাকা থেকে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আপন দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল মো. হানিফ (৩৫) ও মো. হালিম (২৯)।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কর্ণফুলী মার্কেটের ডাস্টবিনের পাশ থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা আপন দুই ভাই। বড় ভাই গাঁজা কিনে আনেন, আর ছোট ভাই বিক্রি করেন।