বড় আকারের বাজেট বাস্তবায়নে সরকারের সাফল্য উল্লেখযোগ্য

বাজেট পরবর্তী আলোচনায় প্রফেসর ড. সেলিম উদ্দিন | সোমবার , ১২ জুন, ২০২৩ at ৫:৪৬ পূর্বাহ্ণ

দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টস অব বাংলাদেশের চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিল (সিবিসি) গত ১০ জুন ‘জাতীয় বাজেট ২০২৩২৪ শীর্ষক বাজেট পরবর্তী আলোচনা’ শিরোনামে এক সেমিনারের আয়োজন করে। সম্পদ কুমার বসাকের সভাপতিত্বে এতে প্রবন্ধ উপস্থাপন করেন সিআরসির চেয়ারম্যান মোহাম্মদ আরিফ। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন। সেমিনারে ড. সেলিম ঘোষিত ৭ লক্ষ ৬১ হাজার ৭শত ৮৫ কোটি টাকার এ বাজেটকে বাংলাদেশের এ যাবৎকালের সর্ববৃহৎ আকৃতির বাজেট বলে আখ্যায়িত করেন। বক্তব্যে ড. সেলিম বর্তমান উচ্চ মুদ্রাস্ফীতির পরিপ্রেক্ষিতে এনবিআর কর্তৃক রাজস্ব আয় বিগত বছরের সমান ৪ লক্ষ ৩০ হাজার কোটি টাকায় বহাল রাখার প্রশংসা করেন। এরপর তিনি বর্তমানে দেশে অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের হার অনেকটা স্বস্তিদায়ক উল্লেখ করে বলেন, বিশ্বে বহুসংখ্যক দেশ রয়েছে যাদের বৈদেশিক ঋণের পরিমাণ মোট জিডিপির সমান বা তার চেয়েও বেশি। তারপরও এসব দেশে অর্থনৈতিক কোন অচলাবস্থা তৈরি হয়নি। আলোচনায় ড. সেলিম রাশিয়াইউক্রেন যুদ্ধের কারণে ভোগ্যপণ্যসহ মূলধনী যন্ত্রপাতি, কাঁচামাল ইত্যাদির দাম বৃদ্ধি এবং ডলার সংকটের ফলে রিজার্ভে চাপ বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এই বাজেটের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন।

পূর্ববর্তী নিবন্ধএম এ হান্নানের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় সাংবাদিককে হত্যা চেষ্টা মামলার মূলহোতাসহ ২ জন কারাগারে