লোহাগাড়া উপজেলার বড়হাতিয়ায় দুর্বৃত্তের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে মো. সাইফুল (৩০) নামে এক যুবক খুন হয়েছেন। গতকাল বুধবার রাত ৮টায় চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাইফুল ইউনিয়নের কুমিরাঘোনা গ্রামের হারিমুন পাড়ার মৃত আজিজুর রহমানের পুত্র। তিনি দুই সন্তানের জনক বলে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য বেলাল উদ্দিন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল দুপুর ২টায় কুমিরাঘোনা কালিনগর এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন সাইফুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে এলাকায় ২/৩টি গ্রুপ আধিপত্য বিস্তার নিয়ে বিরোধে লিপ্ত। ইতোপূর্বে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আনোয়ার, এমরান ও মোজাম্মেল হক নামে তিন ব্যক্তি খুন হয়েছে। নিহত সাইফুল ছিলেন মোজাম্মেল হক খুনের মামলার একজন সাক্ষী। লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।