লোহাগাড়ার বড়হাতিয়ায় বায়তুশ শরফে তিন দিনব্যাপী ইছালে ছওয়াব মাহফিল আজ বৃহস্পতিবার থেকে শুরু হবে। ইতোমধ্যে মাহফিলের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাহফিলে পীর মশায়েখ, ওলমায়েকেরাম ও ইসলামি চিন্তাবিদগণ আলোচনা করবেন।
গতকাল বুধবার মাহফিল প্রাঙ্গণ পরিদর্শন করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়ার ট্রাফিক ইনচার্জ তোফাইল খান, আনজুমনে নওজোয়ান বাংলাদেশের বড়হাতিয়া শাখার উপদেষ্টা মিরান হোসেন রফিক আহমদ ও মামুনুর রশিদ প্রমুখ।
ওসি জানান, বড়হাতিয়ার বায়তুশ শরফ মাহফিলে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। মাহফিলের পবিত্রতা, শৃঙ্খলা রক্ষায় পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোষাকধারী ও মোবাইলটিম সর্বক্ষণিক কাজ করবে।
এছাড়া প্রশাসনের পাশাপাশি বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ, আনসার বাহিনী ও স্বেচ্ছাসেবকদলের অসংখ্য কর্মী মাহফিলের শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। উল্লেখ্য, আগামী শনিবার বড়হাতিয়ার আখতারাবাদে বায়তুশ শরফের তিন দিনব্যাপী ঐতিহাসিক ইছালে ছওয়াব মাহফিল আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে।