বড়দুয়ারা তালীমুল কুরআন মাদ্‌রাসার মাহফিলে

| সোমবার , ২৬ জানুয়ারি, ২০২৬ at ১০:৩৯ পূর্বাহ্ণ

মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নূরী বলেছেন, শিশুরা জন্মের পর হতেই মাতাপিতার উপর আমানত। তারা নিষ্পাপ এবং পুষ্পকলির মতই। তাদের শৈশবেই প্রতিভা ও জ্ঞান অন্বেষণে নিবিড় পর্যবেক্ষণে রেখে মাতাপিতাকে তদারকি করতে হবে। তিনি গত ২৩ জানুয়ারি সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের বড়দুয়ারা তালীমুল কুরআন মাদ্‌রাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বাজালিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি আরো বলেন, পারিবারিক পরিমণ্ডলে শিশুদের প্রধান শিক্ষক হচ্ছেন মাতাপিতা। শিশুরা মাতাপিতা থেকে যা শিখবে তাই তাদের ধ্যান ধারণায় একটি স্থায়ী প্রভাব পড়ে। তাই পারিবারিক পরিমণ্ডল থেকে দ্বীনি বুনিয়াদী তথা কুরআন সুন্নাহভিত্তিক শিক্ষালাভের মাধ্যমে তাদের বিবেক ও আত্মসম্মানবোধ জাগ্রত হলে আগামীর ইনসাফের রাষ্ট্র গঠনে খোদা ভীরু নেতৃত্বের যোগ্যতা অর্জন করতে পারবে। বাজালিয়া বড়দুয়ারা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত বার্ষিক মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাজালিয়া ইউনিয়ন শাখার আমীর মাওলানা মাসুকুর রহমান। অন্যান্যের মধ্যে আলোচনা করেন মাওলানা আবদুল হক, মাওলানা দিদারুল ইসলাম আনসারী, মাওলানা আবুল খায়ের আনসারী, মাওলানা আহমদুর রহমান আযাদ ও মাওলানা হাফেজ নাসির উদ্দীন প্রমুখ। মাহফিলে হেফজ সমাপনকারী ৪ জন হাফেজকে প্রধান অতিথির মাধ্যমে পাগড়ি প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহযরত বায়েজিদ বোস্তামীর (রা.) বার্ষিক ওরশ ৩১ জানুয়ারি
পরবর্তী নিবন্ধচ্যানেল এস-এর বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামে নানা আয়োজন