বড়দিন ও ইংরেজি নববর্ষ ঘিরে সিএমপির মতবিনিময় সভা

আজাদী প্রতিবেদন | শনিবার , ২০ ডিসেম্বর, ২০২৫ at ১০:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদর দপ্তরের সম্মেলন কক্ষে গত বৃহস্পতিবার খ্রিস্টান সমপ্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন এবং ইংরেজি নববর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্‌) এবং অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) মো. হুমায়ুন কবির। সভায় বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপনকালে নগরীর গির্জা, গুরুত্বপূর্ণ স্থাপনা, পর্যটন এলাকা, আবাসিক ও বাণিজ্যিক এলাকায় নিরাপত্তা জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনা, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী, উপপুলিশ কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, উপপুলিশ কমিশনার (ট্রাফিকউত্তর) নেছার উদ্দিন আহম্মেদসহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও যিশুখ্রিষ্টের জন্মদিন (বড়দিন) উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও অন্যান্য সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধমহিলা সমিতির আনন্দ সম্মিলনে নবীন প্রবীণের মেলবন্ধন
পরবর্তী নিবন্ধধর্ম মানুষকে সত্য, সুন্দর ও মঙ্গলের বার্তা দেয় : গিয়াস কাদের