বড়দিনে গির্জায় গির্জায় বিশেষ প্রার্থনা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৬ ডিসেম্বর, ২০২৫ at ৯:১১ পূর্বাহ্ণ

নগরীর গির্জাগুলোতে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড় দিন উপলক্ষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৯টায় ক্যাথলিক খ্রিষ্টানদের সবচেয়ে বড় গির্জা পাথরঘাটা জপমালা রানী ক্যাথিড্রাল গির্জায় প্রার্থনা শুরু হয়। প্রার্থনায় দেশজাতির সমৃদ্ধি ও শান্তি কামনা করা হয়। প্রার্থনা শেষে সমবেতরা একে অন্যের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন। একই গির্জায় গত বুধবার রাতে দুইবার প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রথমবার প্রার্থনা পরিচালনা করেন চট্টগ্রাম মহা ধর্ম প্রদেশের ভিকার জেনারেল ফাদার টেরেন্স রডিক্স। পরবর্তীতে রাত ১২টায় দ্বিতীয় প্রার্থনা পরিচালনা করেন চট্টগ্রাম মহা ধর্ম প্রদেশের আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার। একইভাবে ফিরিঙ্গি বাজার আরসি চার্চ, পাহাড়তলীর গির্জা, জুবিলি রোড চার্চ, জামালখান এজি চার্চ, বোয়ালখালীর গোমদণ্ডীতে ক্যাথিড্রাল চার্চ এবং আনোয়ারা দেয়াঙ পাহাড়ের খ্রিষ্টানদের উপাসনালয়ে বড়দিনের প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বড়দিন উপলক্ষে গির্জাগুলো সেজেছে বর্ণিল সাজে। বাহারি আলোতে ঝলমল করছিল বিভিন্ন গির্জার প্রাঙ্গণ। যিশুখ্রিষ্টের জন্মমুহূর্তসহ তার জীবনের বিভিন্ন ঘটনার আদলে সাজানো প্রতিকৃতির সামনে গতকাল সন্ধ্যার পর থেকে ভিড় করছেন খ্রিষ্টান ধর্মের অনুসারীরা। অনেককে এ সময় সেলফি তুলতে দেখা যায়। এ ছাড়া বড়দিনের কেক কাটা হয় গির্জা ও বিভিন্ন বাসাবাড়িতে। গির্জাগুলোতে প্রার্থনার সময় সান্তা ক্লজের কাছ থেকে উপহার নিতে ব্যস্ত ছিল শিশুকিশোরেরা।

এদিকে মুক্তিদাতা যীশুর মুক্তির বারতা নিয়ে ধরায় আগমনের দিনটিকে ঘিরে চট্টগ্রামে গির্জার পাশাপাশি খ্রিস্টান ধর্মাবলম্বীদের ঘরেঘরে ছিল যথারীতি উৎসবের আমেজ। হোটেলরেঁস্তোরায়ও উৎসবের ছোঁয়া। যীশুর গোয়াল ঘর, ক্রিসমাস ট্রি, ক্রিসমাস বল, ঢোল, নানা রঙের পুতুলবড়দিনের সাজ ঘরে ঘরে। হোটেলরেঁস্তোরায় বাহারি খাবারের অফার, শিশুদের কেক কাটাসহ নানা আনন্দ আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। এদিকে বড়দিন উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও জেলা পুলিশ। নগরীর ১৬টি থানা এবং জেলার ১৫টি থানার আওতাভুক্ত বিভিন্ন গির্জায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। গির্জা এলাকায় চেকপোস্ট বসানোর পাশাপাশি টহল জোরদার করা হয়েছে। অপরদিকে আমাদের খাগড়াছড়ি প্রতিনিধি জানিয়েছেন, খাগড়াছড়িতে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান সামাজিক উৎসব বড়দিন উদযাপিত হয়েছে। গতকাল সকালে খাগড়াছড়ির জেলা সদরের খাগড়াপুর গির্জার পালক হেমঙ্কর ত্রিপুরা ধর্মীয় রীতি অনুযায়ী বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে উৎসব শুরু করেন। অনুষ্ঠানে খাগড়াছড়ি সদর সেনা জোনের উপ অধিনায়ক মেজর রিয়াজুল হাসান বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন।

পূর্ববর্তী নিবন্ধছোট মেয়ের পর মারা গেল বড় মেয়েও
পরবর্তী নিবন্ধতারেক রহমানের সাথে সিটি মেয়রের সাক্ষাৎ