দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের শহরতলী বড়দিঘীর পাড়স্থ সোসাইটির ৪র্থ আবাসিক প্রকল্পের উন্নয়নকাজের পরিদর্শন করেছেন সোসাইটির সভাপতি ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মো. ইদ্রিছ, সম্পাদক মোহাম্মদ শাহজাহান, ব্যবস্থাপনা কমিটির সদস্য আলমগীর পারভেজ, আলাউদ্দীন আলম ও মোহাম্মদ রাইসুল উদ্দীন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সোসাইটির ব্যবস্থাপনা কমিটির প্রাক্তন সদস্য মোহাম্মদ সাজ্জাদ, মোহাম্মদ মহিউদ্দিন। গত ২৬ অক্টোবর উন্নয়নকাজের পরিদর্শনকালে সভাপতি ঠিকাদার প্রতিষ্ঠানকে কিছু দিকনির্দেশনা প্রদান করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার উপর গুরুত্বারোপ করেন। সভাপতি বলেন, দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি প্রতিষ্ঠালগ্ন হতে সদস্যদের আবাসন সমস্যা নিরসনকল্পে অনেক চড়াই-উৎরাই পেরিয়ে ক্রমান্বয়ে নাসিরাবাদ, খুলশী ও রোজভ্যালীর ন্যায় আধুনিক, মনোরম ও অভিজাত আবাসিক এলাকা প্রতিষ্ঠা করেন। ইতিমধ্যে আবাসিক এলাকাগুলো দেশের অন্যতম সফল আবাসিক এলাকা হিসেবে সুখ্যাতি অর্জন করেছে। প্রেস বিজ্ঞপ্তি।