বড়ঠাকুর পাড়া স্কুলে সংবর্ধনা অনুষ্ঠান

| বৃহস্পতিবার , ১৬ ডিসেম্বর, ২০২১ at ৭:১২ পূর্বাহ্ণ

মুজিবর্ষ, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও নবনির্বাচিত জনপ্রতিনিধি, শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান নানা কর্মসূচির মাধ্যমে পালন করেছে রাউজানে বড়ঠাকুর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। গত ১৪ ডিসেম্বর বিদ্যালয় মাঠে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন পশ্চিম গুজরা ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ। এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি আব্বাস উদ্দিন আহমেদ। সাংবাদিক তৈয়ব চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক একেএম শাহাজান ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন, সিরাজুল হক, মোহাম্মদ ইলিয়াছ। স্বাগত বক্তব্য দেন, প্রধান শিক্ষক অশোক কুমার বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবদুল মুবিন, সহকারী শিক্ষা কর্মকর্তা বিষু দে, সহকারী শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার হাজারী, মোহাম্মদ হোসেন মাহমুদ, আবদুল ছালাম রায়হান, প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, আশরিফা করিম রোজী, রিটন দে, মোহাম্মদ খালেদ, আবদুল কাইয়ুম, বকুল বড়ুয়া, জমির ইসলাম, আবদুল সহিদ, মহিউদ্দিন লিংকন, রেজাউল করিম, আকবর আলী জয়। বক্তব্য দেন, শিক্ষক মোরশেদুল আলম, প্রণব বৈদ্য, সুস্মিতা মজুমদার, হালিমা বেগম, সজিব মুৎসুদ্দি, প্রণজিত বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে ৯৬ স্বেচ্ছাসেবী সংস্থার পুনর্মিলনী উৎসব
পরবর্তী নিবন্ধস্ক্র্যাপ জাহাজে ডাকাতি, ৪৩ জলদস্যু আটক