কর্ণফুলী উপজেলার বড়উঠান আওয়ামী যুবলীগের ত্রি–বার্ষিক সম্মেলন গত মঙ্গলবার সন্ধ্যায় দৌলতপুরের একটি কনভেশন হলরুমে অনুষ্ঠিত হয়। সম্মেলনে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত ১৪ বছরের উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে গেছে বাংলাদেশ। সে উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পুনরায় দেশি–বিদেশি ষড়যন্ত্র চলছে। সে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে যুবলীগকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে তৈরি হতে হবে।
সম্মেলনের উদ্বোধক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফারুক চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও বোয়ালখালী পৌর মেয়র জহিরুল ইসলাম জহুর। কর্ণফুলী উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শফিকুল কুদ্দুস মনির সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শহীদুল্লাহ শহীদদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদার, আ. লীগ নেতা সাজ্জাদ আলী খান মিঠু, এস এম হোসেন, শহীদুল আলম চৌধুরী, সেলিম উল্লাহ খান, এস এম রফিক উল্লাহ, আবুল কালাম আজাদ, মামুনুর রশিদ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা শামশুল আলম, দক্ষিণ জেলা যুবলীগের সহসভাপতি মর্তুজা কামাল মুন্সী, তৌহিদুল আলম, আক্তার হোসেন, নাছির উদ্দিন জয়, সাংগঠনিক সম্পাদক মো. আবিদ হোসেন, নূরুল আমিন, আনম ফরহাদুল আলম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম হক, জেলা যুবলীগের সাইফুল হাসান টিটু, রাজু দাশ হীরু, মাহবুবুর রহমান, আবদুল হান্নান লিটন, আ. লীগ নেতা আবদুল মান্নান খান, মো. নাজিম উদ্দিন চৌধুরী, তারেক হাসান জুয়েল, সাঈদ খান আরজু, শাহাদাত হোসেন লিটন, এডভোকেট দিদার, মো. সাইফুদ্দিন, ফখরুল আবেদিন জিকু, হাবিবুর রহমান মানিক, মনির উদ্দিন, সাইফুদ্দিন বিপ্লব প্রমুখ।












