বড়উঠান, ডায়নামিক, সন্ধান ও আর জি’র জয়লাভ

অনূর্ধ্ব-১৫ একাডেমি কাপ ফুটবল

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ৫ জানুয়ারি, ২০২৬ at ৫:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত ক্লাইম্বসিডিএফএ অনূর্ধ্ব১৫ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে রোববারের ৪টি ম্যাচে জয় পেয়েছে বড়উঠান, ডায়নামিক, সন্ধান ও আর জি ফুটবল একাডেমি। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সকালে অনুষ্ঠিত দিনের ১ম খেলায় বড়উঠান ফুটবল একাডেমি টাইব্রেকারে ৪৩ গোলে পটিয়া ফুটবল একাডেমিকে পরাজিত করে। খেলার নির্ধারিত সময়ে এ দু’দলের খেলা ২২ গোলে ড্র ছিল। বড় উঠানের পক্ষে গোলদাতা মো. মহিউদ্দিন ও মো. শাহরিয়ার হোসেন। পটিয়ার পক্ষে গোলদাতা নাজমুল হোসেন ও পুর্ন দে। একই মাঠে সকালে অনুষ্ঠিত দিনের ২য় খেলায় ডায়নামিক ফুটবল একাডেমি ৪০ গোলে রাইজিং স্টার ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে ১টি করে গোল করে শাহাদাত হোসেন আরফিন, মো. খোরশেদ আলম, আদিত্য ভট্টাচার্য ও বিবিত্র বড়ুয়া। দুপুরে অনুষ্ঠিত দিনের ৩য় ম্যাচে সন্ধান স্পোর্টিং ফুটবল একাডেমি ১০ গোলে ফতেয়াবাদ স্পোর্টস ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে সাদমান শাহরিয়ার গোল দেয়। ৪র্থ ও দিনের শেষ খেলায় আর জি ফুটবল একাডেমি ৩০ গোলে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের সৈয়দ আবদুল আউয়াল, মো. নাহিদুল ইসলাম এবং মো. শাহরিয়ার সামির প্রত্যেকেই ১টি করে গোল করে। আজ সোমবার দুটি খেলা অনুষ্ঠিত হবে। এতে খেলবে আবদুস সোবহান ফুটবল একাডেমি বনাম এ প্লাস ফুটবল একাডেমি.৩০টা, একরাম ফুটবল একাডেমি বনাম সন্দ্বীপ ফুটবল একাডেমি সকাল১১টা।

পূর্ববর্তী নিবন্ধঅবিশ্বাস্য নাটকীয়তায় কোয়ার্টার-ফাইনালে মালি
পরবর্তী নিবন্ধবাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা জাকের নেই, আছেন সোহান