বড়উঠানে হামদ্‌-নাত ও আযান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

| রবিবার , ৯ এপ্রিল, ২০২৩ at ৬:০৬ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলা বড়উঠান মৌলভী বাড়িতে সৈয়দা হোসনে আরাআলম খান ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ৭মতম বারের মত পবিত্র মাহে রমজান উপলক্ষে গত ৭ এপ্রিল কোরআন তেলাওয়াত, হামদ্‌নাত ও আযান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার বিতরণ ফাউন্ডেশনের সভাপতিত্বে মিনহাজ উদ্দিন খানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ভাইসপ্রিন্সিপাল ড. লিয়াকত আলী।

বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক সাজ্জাদ খান মিটু, মুহাম্মদ সামশুল আলম। উপস্থিত ছিলেন প্রিন্সিপাল হাসান রেজবী, মো. মেজবাহ উদ্দিন খান, মো. রেজাউল হক খান, সাজ্জাদ হোসেন খান সুমন, মো. কমরুউদ্দিন খান, মো. কুতুব উদ্দিন খান, নেজাম উদ্দিন খান, হবিবুল হক খান, মেহরাফ হোসেন খান, মো. মিজানুল হক খান, তৌফিক আহসান বায়জিদ, মো. রকিউল হাসান খান সামি, লিয়াকত হোসেন খান খোকন, এহতেশামুল হক খান, কলিমুল্লা খান, মো. জহির উদ্দিন টিপু, মো. ময়নু, মো. জামাল উদ্দিন, মনজু।

প্রধান অতিথি বলেন, রমজানের শিক্ষা নিয়ে সকল দুর্নীতি জুলুম অন্যায় ও মন্দ কাজের অবসান ঘটবে। তিনি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোকাম্মেল হক খানের হাসপাতাল নির্মাণে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। তিনি অন্যান্য পুরস্কারের সাথে ফলজ গাছের চারা প্রতিযোগীদের উপহার দেন এবং যে কোন প্রতিযোগিতা মুলক অনুষ্ঠানে গাছের চারা বিতরণ করার জন্য আহবান জানান। বিচারক ছিলেন মোহাম্মদ সরওয়ার আলম আলক্বাদেরী, মুহাম্মদ মনছুরুল হক খান, প্রিন্সিপাল গাজী মুহাম্মদ ইছাক, হাফেজ মুহাম্মদ এহছান। পুরস্কার বিতরণ শেষে ইফতার মাহফিলে জাতির মঙ্গল এবং কল্যানের জন্য মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগই সব সময় দেশের মানুষের পাশে ছিল
পরবর্তী নিবন্ধনির্বাচিত হলে আমার এলাকার জনগণের আস্থার প্রতিদান দেব