কর্ণফুলীস্থ বড়উঠান নূরী মনোয়ারা ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে ইমামে আহলে সুন্নাত হযরতুল আল্লামা মৌলানা আবুল মোকারম মোহাম্মদ নূরুল ইসলাম আল কাদেরী কেবলা (রহ🙂 প্রকাশ নূরী বাবার ৪৯তম বার্ষিক ওরশ আজ কর্ণফুলী উপজেলাস্থ বড় উঠান আস্তানা শরীফ মৌলভী বাড়িতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপিত হবে। কর্মসূচিতে রয়েছে সকাল থেকে খতমে কোরআন, বাদে জোহর রওজা শরীফে গিলাফ অর্পণ, বাদে আছর মাজার শরীফ জিয়ারত, বাদে মাগরিব মিলাদ মাহফিল, বাদে এশা তবারুক বিতরণ, রাত ১০ টা হতে সারারাত ব্যাপী ছেমা মাহফিল (আধ্যাত্মিক সংগীত)। পরিশেষে আগত ভক্তবৃন্দসহ দেশ ও জাতির কল্যাণার্থে আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হবে।
ফাউন্ডেশনের সভাপতি শাহাজাদা মোহাম্মদ মোজাদ্দেদ হোসেন খানের সভাপতিত্বে মাহফিলে তকরীর পেশ করবেন বিশিষ্ট ইসলামী গবেষক মৌলানা মুহাম্মদ মঈন উদ্দিন আল কাদেরী ও মৌলানা সরোয়ার আলম আল কাদেরী। উক্ত ওরশে অংশগ্রহণের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক শাহজাদা মোহাম্মদ মেহেরাব হোসেন খান সকল ভক্তবৃন্দকে অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।












