‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে সংহতি জানাবে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দিয়ে দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার দিনে কৃষ্ণাঙ্গদের প্রতি সহিংসতা ও বর্ণবাদ বিরোধী এই আন্দোলনের সঙ্গে একাত্মতা জানাবেন তামিম-সাকিব-মুশফিকরা। গত মে মাসে যুক্তরাষ্ট্রে পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর গোটা বিশ্বে বর্ণবাদ বিরোধী আন্দোলন-প্রতিবাদ শুরু হয়। ওয়েস্ট ইন্ডিজ দল তো বটেই, নানা সময়ে মাঠে নানাভাবে একাত্মতা প্রকাশ করেছে ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো অন্যান্য দলও। সেখানে এবার সামিল হচ্ছে বাংলাদেশও। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ আজ। বাংলাদেশ এই দিনটিকেই বেছে নিয়েছে নিজেদের অবস্থান তুলে ধরার জন্য। মাঠে হাঁটু গেড়ে বসে নীরবতা পালন, জার্সিতে লোগো, কালো ফিতা বাঁধা, এরকম নানা পথে আন্দোলনে সমর্থন জানিয়েছে দলগুলি।