ব্লেড শামীম গ্রেপ্তার

ভোট চলাকালে গুলি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৯ জানুয়ারি, ২০২৪ at ৯:১০ পূর্বাহ্ণ

নগরীর একটি ভোট কেন্দ্রের বাইরে প্রকাশ্যে গুলি করে দুইজনকে আহত করার ঘটনায় গুলিবর্ষণকারী শামীম আজাদ প্রকাশ ব্লেড শামিমকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। ব্লেড শামিম চট্টগ্রামের আলোচিত নাসিম আহমেদ সোহেল হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। সোহেল প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও নগর ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। গতকাল রাত ৯টার সময় সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ব্লেড শামীমকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত রোববার ভোটের দিন সকালে নগরীর খুলশী থানাধীন পাহাড়তলী কলেজ ভোট কেন্দ্রের বাইরে নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চু ও ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মনজুর আলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে প্রতিপক্ষকে লক্ষ্য করে পিস্তল উছিয়ে গুলি ছুড়তে দেখা যায় শামিমকে। এ ঘটনায় তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে। শামিমের গুলিতে শান্ত বড়ুয়া ও মো. জামাল নামে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তারা চমেক হাসপাতালে ভর্তি আছেন। শামিম ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে এলকায় পরিচিত। তবে ওয়াসিম উদ্দিন সাংবাদিকদের বলেন, কে, কী করল সেটা তো আমি জানি না। ঘটনার সময় তো আমি সেখানে ছিলাম না।

র‌্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্লেড শামিমকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সীতাকুণ্ডের কোথা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি। তিনি বলেন, বিস্তারিত পরে জানানো হবে।

জানা যায়, শামিম আজাদ প্রকাশ ব্লেড শামিম নগরীতে দীর্ঘদিন ধরে এক আলোচিত নাম। বিশেষ করে ছাত্রলীগ নেতা নাসিম আমেদ সোহেল হত্যার পর থেকে তিনি আলোচনায় আছেন। এজহারে নাম না থাকলেও সোহেল হত্যা মামলার তদন্তে তার নাম উঠে আসে। পরে তাকে যুক্ত করেই চার্জশিট দেওয়া হয়। চার্জশিটভুক্ত ১৮ আসামির মধ্যে ব্লেড শামিম অন্যতম। এ মামলায় ১৮ আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশও দিয়েছেন আদালত। বর্তমানে মামলাটি ৭ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আল মামুন আজাদীকে বলেন, সোহেল হত্যা মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। আদালতসূত্র জানায়, ২০১৮ সালের ২৬ জুলাই নগরীর সিটি গেইট এলাকা থেকে ব্লেড শামিমকে সহযোগীসহ গ্রেপ্তার করা হয়। তখনও তার কাছ থেকে বিদেশি পিস্তল উদ্ধার করে আকবর শাহ থানা পুলিশ। তারও আগে একই বছরের ৬ মার্চ পুলিশ তাকে গ্রেপ্তার করে। প্রতিবারই তিনি জামিনে মুক্তি পান।

খুলশী থানা পুলিশসূত্র জানায়, পাহাড়তলী কলেজ ভোট কেন্দ্রে সংঘর্ষ এবং গুলিতে হতাহতের ঘটনায় ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। হাজেরা বেগম নামের এক নারী মামলাটি দায়ের করেন। তিনি গুলিতে আহত জামালের স্ত্রী। এজহারভুক্ত ছয় আসামি হলেন শামিম আজাদ প্রকাশ ব্লেড শামিম, ওয়াসিম উদ্দিন চৌধুরী, রোমানা চৌধুরী, কাজী কাউসার, সুমন ও মো. পারভেজ। তারা প্রত্যেকে জালালাবাদ ও খুলশী এলাকার বাসিন্দা।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধএক দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গেল তিন টেক্সি ও একটি কার