ব্লু অরিজিনে কেবল নারীরাই মহাকাশে যাচ্ছেন এবার

| সোমবার , ১৪ এপ্রিল, ২০২৫ at ৭:৩৬ পূর্বাহ্ণ

বিশ্বে প্রথমবারের মতো ক্রু মিশনে মহাকাশে যাচ্ছেন ছয়জন নারী। এর আগে ১৯৬৩ সালে একক মিশনে মহাকাশে ৭০ ঘণ্টারও বেশি সময় কাটিয়েছিলেন রাশিয়ার নভোচারী ভ্যালেন্তিনা তেরেসকোভা। এবার পরিস্থিতি একটু ভিন্ন। খবর বিডিনিউজের।

সোমবার জেফ বেজোসের মহাকাশ কোম্পানি ব্লু অরিজিনএর তৈরি সাবঅরবিটাল রকেটে করে পপ তারকা কেটি পেরি, লেখক ও বেজোসের বাগদত্তা লরেন সানচেজ, সাংবাদিক ও টিভি উপস্থাপক গেইল কিং, নাগরিক অধিকার কর্মী আমান্ডা এনগুয়েন, নাসার সাবেক রকেট বিজ্ঞানী আয়িশা বোয়ে এবং চলচ্চিত্র নির্মাতা কেরিয়ান ফ্লিন মহাকাশে যাবেন বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ। কোম্পানিটির নিউ শেপার্ড প্রোগ্রামের সর্বশেষ ফ্লাইট এটি, যার নাম এনএস৩১।

এর লক্ষ্য হচ্ছে, দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি করা, যা প্রজন্মকে মহাকাশে যেতে অনুপ্রাণিত করবে। প্রথমবারের মতো কেবল নারী ক্রু নিয়ে এ ফ্লাইটটি তৈরি করেছে কোম্পানিটি। সোমবার যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাসের লঞ্চ সাইট ওয়ান থেকে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় পুনরায় ব্যবহারযোগ্য এ স্বচালিত এ রকেটটি উৎক্ষেপণের মাধ্যমে শুরু হবে ছয় নারীর এই যাত্রা, যা কেবল ১১ মিনিট স্থায়ী হবে। পৃথিবী থেকে সর্বোচ্চ একশ কিলোমিটার উচ্চতায় পৌঁছাবে রকেটটি, যেখানে ক্যাপসুলটি কারমান লাইন অতিক্রম করার সঙ্গে সঙ্গে কার্যত মহাকাশে প্রবেশ করবেন নারীরা। আন্তর্জাতিকভাবে মহাকাশের সীমানা হিসাবে স্বীকৃত কারমান লাইন।

তবে মহাকাশে ভ্রমণকারী পাঁচজন নারীকে নভোচারী হিসাবে শ্রেণিবদ্ধ করবে না যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা এফএএ, মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও মার্কিন সামরিক বাহিনী। কারণ, তাদের সবারই নভোচারী হিসেবে গণ্য হওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতার অভাব রয়েছে।

মহাকাশে থাকাকালীন ক্রুরা প্রায় চার মিনিটের মতো ওজনহীনতায় মহাকাশে ভেসে বেড়াবেন ও ক্যাপসুলের বড় জানালা থেকে পৃথিবীর দৃশ্য উপভোগ করবে। এরপর তিনটি প্যারাসুট ব্যবহার করে পৃথিবীতে ফিরে আসবে ক্রু ক্যাপসুলটি।

নিউ শেপার্ড প্রোগ্রামের অংশ হিসাবে এখন পর্যন্ত ৫২ জনকে মহাকাশে নিয়ে গিয়েছে মার্কিন বিলিয়নেয়ার ও ই কমার্স কোম্পানি অ্যামাজনের প্রধান নির্বাহী বেজোসের কোম্পানিটি, যার মধ্যে তিনি নিজেও ছিলেন।

২০২১ সালে নিউ শেপার্ডের প্রথম যাত্রায় যোগ দিয়েছিলেন বেজোস। এর আগে, ৯০ বছর বয়সে মিশনে যোগ দিয়ে মহাকাশে যাওয়া সবচেয়ে প্রবীণ ব্যক্তি হয়ে ওঠেন স্টার ট্রেক অভিনেতা উইলিয়াম শ্যাটনার।

পূর্ববর্তী নিবন্ধসুদানে দুর্ভিক্ষপীড়িত শিবিরে সিরিজ হামলা, নিহত শতাধিক
পরবর্তী নিবন্ধব্রিটিশ এমপিকে হংকংয়ে ঢুকতে না দেওয়ায় ক্ষুব্ধ যুক্তরাজ্য