ব্লাড মুন দেখা গেল চট্টগ্রামের আকাশেও

আজাদী ডেস্ক | সোমবার , ৮ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানের আকাশে গতকাল রাতে দেখা মিলল ব্লাড মুন যেখানে পৃথিবীর ছায়ায় পুরোপুরি ঢেকে লালচে রঙ ধারণ করেছিল চাঁদ। চাঁদের এ রূপের দেখা মিলল মূলত পূর্ণ চন্দ্রগ্রহণের কারণে। শুরুতে আকাশে চাঁদ আংশিক ঢাকা দেখা যায়। একপর্যায়ে সেটি কালচে লাল রং ধারণ করে। চন্দ্রগ্রহণটি পূর্ণাঙ্গভাবে দেখা গেছে পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত।

এ সময় বিভিন্ন ভবনের ছাদে ওঠে অনেককে মোবাইল ফোনে ছবি তুলতে দেখা যায়। জীবনে প্রথম চাঁদের এমন রূপ দেখলামএমন কথাও বলতে শোনা যায় অনেককে। চট্টগ্রামে রাত ৯টা ২০ মিনিট থেকে ২টা ৫৪ মিনিট পর্যন্ত ছিল এই গ্রহণের ব্যাপ্তিকাল।

আবহাওয়া অফিস জানিয়েছে, যখন সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় চলে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। এর ফলে চাঁদকে গাঢ় লাল দেখায়।

পূর্ববর্তী নিবন্ধসায়েমের জ্ঞান ফিরল সাত দিন পর, মামুনেরও উন্নতির দিকে
পরবর্তী নিবন্ধঝটিকা মিছিলসহ বেআইনি সমাবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ