ব্লাড ক্যানসারে আক্রান্ত নুরুল চান সহযোগিতা

সাহায্যের আবেদন

| মঙ্গলবার , ৬ ডিসেম্বর, ২০২২ at ৫:০২ পূর্বাহ্ণ

নোয়াখালীর সেনবাগ উপজেলার ঠনারপাড় গ্রামের বাসিন্দা মো. নুরুল হক (৫০) ব্লাড ক্যানসারে আক্রান্ত। গত ৭ জুলাই তাঁর শরীরে এ ব্যাধি ধরা পড়ে। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের অধীন রয়েছেন তিনি। নুরুল পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন।

কিন্তু নিজের চিকিৎসা খরচ ও পরিবারের ব্যয় বহন করতে গিয়ে তিনি অটোরিকশাটিও বিক্রি করে দিয়েছেন। বর্তমানে কোনো কাজ করতে পারছেন না। তাঁর তিন ছেলের মধ্যে বড় ছেলে বাক্‌প্রতিবন্ধী।

এমন অবস্থায় নিজের চিকিৎসা খরচ চালাতে হিমশিম খাচ্ছেন নুরুল। তাই তাঁর চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্‌বান জানিয়েছেন তিনি। মো. নুরুল হকের বিকাশ নাম্বার (০১৭৩৬০২৩২৪৩), কিংবা জনতা ব্যাংক লিমিটেড, ছাতারপাইয়া শাখা, সেনবাগ, নোয়াখালী, হিসাব নং- ০১০০০০৩৬২৩৭৩৯ তে টাকা পাঠানো যাবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআলহাজ্ব মীর আহমদ সিকদার
পরবর্তী নিবন্ধকবি ও গল্পকার রবিন ঘোষকে স্মরণ