পারলনা চট্টগ্রাম। ব্লাইন্ড টি-টোয়েন্টি ক্রিকেটের শিরোপা জিতেছে ঢাকা। গতকাল সাগরিকা মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা আসরে গ্রুপ পর্বে অপরাজিত থাকা স্বাগতিক চট্টগ্রাম জেলাকে ২৪ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রথমে ব্যাট করতে নামা ঢাকা জেলা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২১৩ রানের বিশাল স্কোর দাড় করায়। দলের পক্ষে রাজিব মালেক খেলেন ৬৩ বলে ১০৮ রানের দুর্দান্ত এক ইনিংস। চট্টগ্রামের পক্ষে সালমান নিয়েছেন ২টি উইকেট। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন আরিফ ও আরাফাত । ২১৪ রানের বিশাল স্কোর তাড়া করতে নেমে চট্টগ্রাম জেলা ৭ বল বাকি থাকতে ১৮৯ রানে অল আউট হয়ে যায়। ফলে পুরো টুর্নামেন্টে অপরাজিত থাকলেও শেষটা আর রাঙ্গানো হলোনা চট্টগ্রামের। চট্টগ্রামের পক্ষে সালমান ৬১ ও তুষার করেন ২৮ রান । ঢাকার পক্ষে মাম ২০ রানে নিয়েছেন ৩ টি উইকেট । ফাইনালের ম্যাচ সেরা সহ পুরো টুর্নামেন্টে ২৮০ রান করে টুর্নামেন্ট সেরা হয়েছেন ঢাকা জেলার রাজিব মালেক। ৮ উইকেট নিয়ে সেরা বোলার হন চট্টগ্রাম জেলা দলের সালমান। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় পরিচালক নুসরাত সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের নব-নির্বাচিত চেয়ারম্যান হুমায়ুন কবির, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শহীদুল ইসলাম।
বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের পরিচালক ফজলে রাব্বি মোপাশার পরিচালনায় অনুষ্ঠিত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির ভেন্যু চেয়ারম্যান ডা. বিদ্যুত বড়ুয়া, সানোয়ার আহমেদ, সোলায়মান বাদশা, এম এস উদ্দীন বাবুু, মোহাম্মদ শাহাজাহান প্রমুখ।