ব্লাইন্ড ক্রিকেটের ফাইনাল আজ

| বুধবার , ১৩ জানুয়ারি, ২০২১ at ৯:১২ পূর্বাহ্ণ

শেখ আবু নাসের টি-২০ ব্লাইন্ড ক্রিকেটের ফাইনাল আজ বুধবার অনুষ্ঠিত হবে। সাগরিকা মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে সকাল ১০টায় শুরু হতে যাওয়া ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক চট্টগ্রাম ও ঢাকা জেলা। বিকাল ৩টায় অনুষ্ঠিতব্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিভাগীয় সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক নুসরাত সুলতানা। বিশেষ অতিথি থাকবেন একই অধিদপ্তরের উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম ও র‌্যাংকস এফসি’র ম্যানেজার মার্কেটিং ওয়াহিদুজ্জামান মিরণ ও জে এস এল এর স্বত্বাধিকারী এবং ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের পরিচালক জাহিদ হোসেন।
গতকাল টুর্নামেন্টের গ্রুপ পর্বের নিয়মরক্ষার ম্যাচে কক্সবাজার জেলা দল ২১ রানে হারায় যশোরকে। ম্যাচ সেরা নজরুলকে পুরস্কৃত করেন টুর্নামেন্টের ভেন্যু চেয়ারম্যান ডা. বিদ্যুৎ বড়ুয়া। দিনের অন্য ম্যাচটি ছিল ফাইনালের ড্রেস রিহার্সেল। তাতে উত্তেজনাকর লড়াইয়ে শেষ হাসি ছিল চট্টগ্রামের। ঢাকা জেলার ২১১ রানের জবাবে ১ উইকেট হাতে রেখে জয় কুড়িয়ে নেয় আসরে অন্যতম ফেভারিট চট্টগ্রাম। ম্যাচ সেরা শাহেদ হোসেনকে পুরস্কৃত করেন ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের পরিচালক ট্রেনিং ও কোচ সানোয়ার আহমেদ।

পূর্ববর্তী নিবন্ধশতাব্দি একাডেমি ও রাঙ্গুনিয়া একাদশ জয়ী
পরবর্তী নিবন্ধদীর্ঘমেয়াদী পরিকল্পনার ফল পাচ্ছে সাইফ স্পোর্টিং