নামীদামী ব্র্যান্ডের অনুকরণে লেবেল ও বোতল বানিয়ে নিম্নমানের তেল বাজারজাত করার অভিযোগে দু’টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার হাজীপাড়া এস এস অয়েল ট্রেডিং ও নয়াহাট এলাকার মেসার্স মিজান এন্টারপ্রাইজ নামে দু’টি প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রামের সহকারী পরিচালক মো. দিদার হোসেন বলেন, “ভিন্ন নামে ট্রেড লাইসেন্স নিয়ে অবৈধভাবে সয়াবিন ও সরিষার তেল প্রক্রিয়াজাতকরণ, উৎপাদন ও বিপণন করতো প্রতিষ্ঠান দু’টি। এছাড়া অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করে পরিশোধন করা হতো তেল এবং বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের আদলে বোতল ও লেবেল বানিয়ে তা বাজারজাত করতো তারা।”
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় জানিয়ে তিনি বলেন, “বিভিন্ন অসঙ্গতি খুঁজে পাওয়ায় মেসার্স মিজান এন্টারপ্রাইজকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’র ৩৭, ৪৩, ৪৫, ৪৮ ও ৫০ ধারায় ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া এস এস অয়েল ট্রেডিংকে একই আইনের ৩৭, ৪২, ৪৩, ৪৫ ও ৪৮ ধারায় মামলা দায়ের করে প্রতিষ্ঠান সিলগালা করা হয়।”
পরে অভিযানে জব্দকৃত মালামাল পুড়িয়ে দেওয়া হয় বলে জানান তিনি।