ব্রোকলি চাষে বাড়ছে আগ্রহ

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:৩২ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় প্রশিক্ষণ নিয়ে প্রথমবারের মত উচ্চফলনশীল ফসল ব্রোকলি চাষ করে শীলকূপের রিপন তালুকদার। তাতেই তাক লাগানো সফলতা ও লাভবান হওয়ার পাশাপাশি অন্য চাষীরাও উচ্চ ফলন শীল ফসল ব্রোকলি চাষে আগ্রহ দেখাচ্ছে। জানা যায় বাংলাদেশ সরকার এবং আইএফএডিএর যৌথ অর্থায়নে স্মলহোলডার এগ্রিকালচারাল কম্পপিটিভনেস প্রজেক্ট এর আওতায় উচ্চমুল্য ফসল ব্রোকলি প্রদর্শনীর জন্য বাঁশখালীতে প্রথমবারের মত চাষের জন্য প্রগতিশীল কৃষক শীলকুপের রিপন তালুকদার এক কানি জমিতে চাষ শুরু করে। তাকে প্রায় ৩২ হাজার টাকার মত চাষাবাদে খরচ হলেও সে প্রায় ৭৫ হাজার টাকার মত বিক্রি করেছে বলে জানায়। সাধারণত বাজারে খুচরা হিসাবে প্রতি কেজি ব্রোকলি ৬০/৭০ টাকা দামে বিক্রি করা যায়। নতুন এ ব্রোকলী যেহেতু আগে কেউ চাষ করেনি, আমি সাহস করে উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তাদের সহযোগিতায় স্মলহোলডার এগ্রিকালচারাল কম্পপিটিভনেস প্রজেক্ট গ্রুপ এর হিসাবে চাষ করে সফলতা পেয়েছি। আমার চাষ দেখে অনেকে আগ্রহ প্রকাশ করছে। আগামীতে আমি বড় পরিসরে করব।
বাঁশখালী উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক বলেন, স্মলহোলডার এগ্রিকালচারাল কম্পপিটিভনেস প্রজেক্ট প্রকল্পের মাধ্য এ গ্রুপের সদস্যদের মাঝে উচ্চ মূল্য ফসল চাষের কলাকৌশল ও বাজারজাত সর্ম্পকে কৃষকদের প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে থাকি।

পূর্ববর্তী নিবন্ধবাস উল্টে খাদে, কার বাস মুখোমুখি সংঘর্ষ
পরবর্তী নিবন্ধ৫০ মোটরসাইকেল জব্দ