চসিক মেমন মেটারনিটি হাসপাতালে একটি অত্যাধুনিক ব্রেস্ট ফিডিং রুম করে দিয়েছেন ইনার হুইল ক্লাব অব গ্রিন হিলস্ চট্টগ্রাম, ডিস্ট্রিক্ট -৩৪৫, ভার্চুয়ালি উদ্বোধন করেন ইন্টান্যাশনাল ইনার হুইলের চেয়ারম্যান তাহেরা এস ওয়াহিদ। চাবি হস্তান্তর করা হয় চসিকের চিফ হেল্থ অফিসার সেলিম আক্তার চৌধুরী প্রধান অতিথির পক্ষে হস্তান্তর করেন ক্লাব প্রেসিডেন্ট সৈয়দা কামরুন নাহার। আরও উপস্থিত ছিলেন, এন আর বাংলাদেশের শারমিন হোসাইন, পাস্ট ইন্টারন্যাশনাল বোর্ড ডিরেক্টর দিলরুবা আহমেদ, পাস্ট এন আর রোজি আাহাদ, পাস্ট এন আর- খালেদা আউয়াল, ইনকামিং ডিস্ট্রিক্ট চেয়ারম্যান ২০২১-২০২২ অ্যানজেলা বৈশাখী ম্যান্ডেস, উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারী জেরিন নিজাম শেখ, আইপিপি ক্রিস্টিনা জয়তি ম্যান্ডেস, চার্টার প্রেসিডেন্ট অ্যানজেলা গনসালবেস, ভিপি ১ – রেশমি আক্তার, ট্রেজারার ফাতেমা জোহরা, আইএসও জেবুন নেছা চৌধুরী, ক্লাব করোসপনডেন্ট ও ব্র্যাডিং প্রোজেক্ট কো-অডিনেটর মেহেরীন ইসলাম, বোর্ড মেম্বার ও ব্র্যান্ডিং প্রোজেক্ট চেয়ার আমিন ফারজানা সাম্মী, মেম্বার প্রিনিয়া আব্বাস প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি।