ব্রিটেনের রানির মৃত্যুতে বাংলাদেশে তিন দিনের শোক

রাষ্ট্রপ্রতি ও প্রধানমন্ত্রীর শোক

আজাদী ডেস্ক | শনিবার , ১০ সেপ্টেম্বর, ২০২২ at ৬:৪২ পূর্বাহ্ণ

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গতকাল শুক্রবার থেকে আগামীকাল রোববার পর্যন্ত বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ৩ দিনের শোক ঘোষণা করেছে সরকার। এ উপলক্ষে ৯ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং তার বিদেহী আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগ গতকাল এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানায়।
রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি এম আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রানী দ্বিতীয় এলিজাবেথের উত্তরসূরি রাজা চার্লসের কাছে পাঠানো শোক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, গভীরতম দু:খের সাথে এবং ভারাক্রান্ত হৃদয়ে আমি বিশ্বে দীর্ঘতম সময় সিংহাসনে থাকা মহামান্য রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। ৮ সেপ্টেম্বরের এক বার্তায় তিনি রাজা তৃতীয় চার্লসকে লিখেছেন, গভীর শোক ও কষ্টের এই মুহূর্তে আপনার এবং আপনার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আমার শোক ও সমবেদনা জানাচ্ছি।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এলিজাবেথ ট্রাস এমপিকে লেখা এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, রানী দ্বিতীয় এলিজাবেথের আকস্মিক মৃত্যুতে আমি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাকে গভীর শোক ও দুঃখ জানাচ্ছি, এবং আপনার মাধ্যমে যুক্তরাজ্যের জনগণের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা ও সহানুভূতি জানাচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধদেশে করোনা শনাক্তের হার বেড়ে ৮.৩৪%
পরবর্তী নিবন্ধখেলছিল উঠানে, পুকুরে মিলল লাশ