ব্রিটেনের প্রধানমন্ত্রী প্রার্থীদের লাইভ বিতর্ক সমাপ্ত

উপস্থাপিকা অজ্ঞান

| বৃহস্পতিবার , ২৮ জুলাই, ২০২২ at ৬:০৫ পূর্বাহ্ণ

উপস্থাপিকা অজ্ঞান হয়ে যাওয়ায় পর যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে থাকা দুই প্রার্থীর মধ্যে চলা লাইভ বিতর্কের নাটকীয় সমাপ্তি হয়েছে। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রধান ও প্রধানমন্ত্রী পদের জন্য লড়াইয়ে থাকা ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস ও সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক মঙ্গলবার টেলিভিশনে সরাসরি সমপ্রচারিত বিতর্কে অংশ নিচ্ছিলেন। অনুষ্ঠানের প্রায় আধ ঘণ্টা পার হওয়ার পর স্টুডিওতে কোনো কিছু বা কেউ পড়ে যাওয়ার জোরালো শব্দ শোনা যায়। এ সময় টেলিভিশনের ক্যামেরা প্রার্থী ট্রাসের ওপর ছিল, তিনি বলছিলেন তার পরিকল্পনার বিষয়ে। চোখের সামনে উপস্থাপিকাকে সংজ্ঞা হারিয়ে পড়ে যেতে দেখে তার যে প্রতিক্রিয়া হয় তা দেখেছেন দর্শকরা।

পূর্ববর্তী নিবন্ধমাদারবাড়ি মুক্তকন্ঠ গ্রিনের দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধরাজাপাকসের সিঙ্গাপুরে থাকার মেয়াদ বাড়ল