ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষিকা খুন

| শনিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২১ at ৮:৪৭ পূর্বাহ্ণ

বন্ধুর সঙ্গে দেখা করতে বাসা থেকে বের হয়েছিলেন ব্রিটিশ-বাংলাদেশি স্কুলশিক্ষিকা সাবিনা নেছা। পথেই তাকে হত্যা করা হয়। তিনি দক্ষিণ-পূর্ব লন্ডনের লিউশামের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। খবর বাংলানিউজের।
বিবিসি ও ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, ১৭ সেপ্টেম্বর ২৮ বছর বয়সী ওই স্কুলশিক্ষিকা খুন হন। এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় সময় বুধবার ৩৮ বছর বয়সী একজনকে আটক করেছে পুলিশ।
সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া একজন সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করে পুলিশ জানায়, ওই ব্যক্তি স্কুলশিক্ষক সাবিনা নেছার হত্যার সঙ্গে জড়িত। তাকে আটকের চেষ্টা চলছে। ওই হামলার ঘটনার প্রথম ভিডিও প্রকাশ করে ডেইলি টেলিগ্রাফ। সেখানে দেখা যায়, বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণ পরই একজন হামলাকারী সাবিনার মাথায় একটি বস্তু দিয়ে আঘাত করছেন।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে সুপারমার্কেটে বন্দুকধারীর গুলি নিহত ১, আহত ১২
পরবর্তী নিবন্ধদক্ষিণ শর্ত মানলে কোরীয় যুদ্ধের ইতি নিয়ে আলোচনায় রাজি কিমের বোন