ব্রিটিশ বাংলাদেশি লিজা বেগমকে বিবিসি দেবে ৩০,০০০ পাউন্ড

পরিচয় গুলিয়ে ফেলার খেসারত

| বৃহস্পতিবার , ১৬ জুন, ২০২২ at ৮:৩২ পূর্বাহ্ণ

টেলিভিশনের সংবাদে পরিচয় গুলিয়ে ফেলায় লেবার পার্টির কাউন্সিলর ব্রিটিশ বাংলাদেশি লিজা বেগমকে ৩০ হাজার পাউন্ড ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে বিবিসি। আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের ২৯ অক্টোবর বিবিসি ওয়ানে লেবার পার্টির ‘রেইস অ্যান্ড ফেইথ মেনিফেস্টো’ নিয়ে প্রচারিত ওই খবরে লিজা বেগমের ছবি দেখিয়ে প্রতিবেদক বলেন, ইনি হলেন আপসানা বেগম অসদাচরণের তিন দফা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। খবর বিডিনিউজের।
ব্রিটিশ পার্লামেন্টে লেবার পার্টির এমপি আফসানা বেগমও একজন ব্রিটিশ বাংলাদেশি। ‘প্রতারণা করে ফ্ল্যাট পাওয়ার’ অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা হয়েছিল, যে অভিযোগ থেকে তিনি পরে খালাস পান। মঙ্গলবার আদালতে একটি বিবৃতিতে বলা হয়, পরিচয় নিয়ে ভুলের কারণে লিজা বেগম বিশেষভাবে মানসিক পীড়ার মধ্যে দিয়ে গেছেন, কারণ দেখা যাচ্ছে বিবিসির মত অন্য গণমাধ্যমগুলোও সাধারণত বিএএমই (কালো, এশীয় ও সংখ্যালঘু নৃগোষ্ঠী) জনগোষ্ঠীর মানুষদের ভুল পরিচয় প্রচার করে থাকে, যা বর্ণবাদী প্রবণতাকে উসকে দেয়। তিনি বিশেষভাবে কষ্ট পেয়েছেন, কারণ যাদের পরিচয় নিয়ে এই বিভ্রান্তি হয়েছে, তারা দুজনেই অশ্বেতাঙ্গ জনগোষ্ঠীর এবং দুজনই নারী। তারা একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং ভুল ছবি প্রচারের আগে বিবিসির কেউ ওই পরিচয়ের ভুলটি শুধরে নেয়নি।
বিবিসি ওয়ানের সংবাদে ভুল ছবি প্রচারের পরপরই লিজা বেগম বিবিসির সঙ্গে যোগাযোগ করেন এবং পরের দিনের সংবাদে এই পরিচয় সংক্রান্ত ভুলের জন্য বিবিসি দুঃখ প্রকাশ করে। এরপর তিনি বিবিসির বিরুদ্ধে মানহানির অভিযোগ আনেন এবং একইসঙ্গে বিএএমই জনগোষ্ঠীর লোকদের ভুল পরিচয় প্রচার রোধে একটি নতুন প্রক্রিয়া চালুর বিষয়ে বিবিসির কাছে প্রকাশ্যে প্রতিশ্রুতি দাবি করেন। লিজা বেগমের আইনজীবী রহমান লোয়ে সেই দাবি সম্বলিত আইনি নোটিশ বিবিসিকে পাঠান।

পূর্ববর্তী নিবন্ধমাঙ্কিপক্সের নতুন নাম দেওয়া হবে : ডব্লিউএইচও
পরবর্তী নিবন্ধইভিএমে ‘ভালো’ ভোট হয়েছে : সিইসি