যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ব্যক্তিগত বাড়িসহ দুটি সম্পত্তি ও একটি গাড়িতে অগ্নিসংযোগের সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে লন্ডনের পুলিশ। মেট্রোপলিটন পুলিশ জানায়, মঙ্গলবার ২১ বছর বয়সী ওই যুবককে জীবন বিপন্ন করার উদ্দেশ্যে অগ্নিসংযোগের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। খবর বিডিনিউজের।
তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উত্তর লন্ডনের কেনটিশ টাউনে সোমবার ভোরে স্টারমারের বাড়িতে আগুন লাগার পর তদন্ত শুরু করে পুলিশ। ওই এলাকা থেকেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন লেবার পার্টির নেতা স্টারমার।
রোববার কেনটিশ টাউনের ইস্লিংটনে আরেকটি ফ্ল্যাটের প্রবেশদ্বারে আগুন লাগার ঘটনা ঘটে এবং এর আগে বৃহস্পতিবার কেনটিশ টাউনে একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। সেই দুই ঘটনার সঙ্গে সোমবার স্টামারের বাড়িতে আগুনের কোনও যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি–র খবরে বলা হয়, স্টারমার প্রধানমন্ত্রী হওয়ার আগে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ইস্লিংটনের ওই ফ্ল্যাটে বাস করতেন।
প্রধানমন্ত্রীর বাড়ি ও সম্পত্তিতে আগুনের ঘটনার কারণে বিষয়টি তদন্ত করে দেখছেন লন্ডনের মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাসবিরোধী কমান্ডের কর্মকর্তারা।