ব্রিটিশ এমপি ভেরা হবহাউসকে হংকংয়ে ঢুকতে না দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। শিগগিরই চীনের কর্তৃপক্ষের কাছে এর ব্যাখ্যা চাইবেন বলেও জানিয়েছেন তিনি। গার্ডিয়ান জানিয়েছে, লিবারেল ডেমোক্র্যাট দলের এমপি ভেরা হবহাউসকে বৃহস্পতিবার হংকংয়ে ঢুকতে দেয়নি কর্তৃপক্ষ। খবর বিডিনিউজের।
ছেলে ও নাতিকে দেখতে ব্যক্তিগত সফরে হংকং যেতে চেয়েছিলেন এ নারী। তার ছেলে ২০১৯ সাল থেকে চীন নিয়ন্ত্রিত শহরটিতে বসবাস করছেন। হবহাউস বলছেন, ১৯৯৭ সালে হংকং চীনের হাতে তুলে দেওয়ার পর তিনিই প্রথম ব্রিটিশ এমপি যাকে শহরটিতে পৌঁছানোর পরও ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। আমার ছেলে বিমানবন্দরে অপেক্ষা করছিল।
আমি তাকে দেখতে পারিনি, জড়িয়ে ধরতে পারিনি। প্রায় এক বছর পর হয়েছে তাকে দেখিনি আমি, বলেন হবহাউস। তিনি ঘটনাকে নিষ্ঠুর এবং সব সাংসদের জন্য অপমানজনক আখ্যা দিয়েছেন। লিবারেল ডেমোক্র্যাট রাজনীতিক চীনের সমালোচনায় সোচ্চার সংসদীয় জোট ইন্টার–পার্লামেন্টারি অ্যালায়েন্স অন চায়নার (আইপিএসি) সদস্য। কেন তাকে হংকংয়ে ঢুকতে দেওয়া হয়নি সে বিষয়ে কর্তৃপক্ষ কোনো ব্যাখ্যাও দেয়নি।