ব্রিজ ঘাটে ৩১৭০ লিটার অকটেন জব্দ, পাচারকারী আটক

আজাদী প্রতিবেদন | শনিবার , ৫ জুলাই, ২০২৫ at ৪:৪৭ পূর্বাহ্ণ

নগরীর সদরঘাট থানাধীন ব্রিজ ঘাটে অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ টাকার ৩ হাজার ১৭০ লিটার অকটেনসহ মো. শহিদ (৩০) নামের নামে এক ব্যক্তিকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল শুক্রবার বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনঅররশীদ এ তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাত ১২টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম সদর ঘাট থানাধীন ব্রিজ ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পাচারকারীদের বোট থেকে অবৈধ অকটেন নামাতে দেখা যায়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা কোস্ট গার্ড সদস্যদের ওপর অতর্কিত হামলা করে। পরবর্তীতে কোস্ট গার্ডের অভিযানিক দল ঘটনার স্থল থেকে প্রায় ৩ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ৩ হাজার ১৭০ লিটার অকটেনসহ ১ পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। জব্দ করা অকটেন এবং আটক পাচারকারীর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি আরো জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল দিচ্ছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

পূর্ববর্তী নিবন্ধবৈরী আবহাওয়ায় মৎস্যখাতে সংকট
পরবর্তী নিবন্ধমুরাদনগরে ভিডিও ছড়ানোর নেপথ্যে দুই ভাইয়ের বিরোধ