ব্রিকসের পূর্ণ সদস্য হল ইন্দোনেশিয়া

| বুধবার , ৮ জানুয়ারি, ২০২৫ at ৮:৪৭ পূর্বাহ্ণ

আঞ্চলিক উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের পূর্ণ সদস্য হিসাবে ইন্দোনেশিয়া আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছে বলে এক ঘোষণায় জানিয়েছে জোটটির বর্তমান প্রেসিডেন্ট পদে থাকা দেশ ব্রাজিল। খবর বিডিনিউজের।

ব্রিক্সে ইন্দোনেশিয়ার অন্তর্ভুক্তিতে জোটটির পরিসর আরও বাড়ছে। এই জোটে আছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকার পাশাপাশি মিশর, ইথিওপিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরাতও। বিশ্বের চতুর্থ সর্বোচ্চ জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া আগেই ব্রিকসে যোগ দেওয়ার ইচ্ছা জানিয়েছিল। উদীয়মান অর্থনীতির দেশগুলোর হাত শক্তিশালী করতে এবং গ্লোবাল সাউথএর স্বার্থে ইন্দোনেশিয়া এ জোটে যোগ দিতে আগ্রহী ছিল।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৬.৭৩ কোটি টাকা
পরবর্তী নিবন্ধআবারও কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ বানাতে চাইলেন ট্রাম্প