চট্টগ্রাম থেকে ঢাকাগামী বিরতিহীন আন্তনগর ‘সুবর্ণ এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। এতে সাময়িক সময়ের জন্য ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে ঢাকা লেনে ট্রেন চলাচল বন্ধ থাকে। গতকাল মঙ্গলবার বেলা ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে ঢোকার পথে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। কিছুক্ষণ পর আবার পর চালু হয় বলে স্টেশন মাস্টার অশোক কুমার দাস জানান। এ ঘটনার পর থেকে ঢাকার দিকে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। আখাউড়ায় আটকা পড়ে ঢাকাগামী আন্তনগর ‘চট্টলা এক্সপ্রেস’। খবর বিডিনিউজের।
অশোক কুমার বলেন, ইঞ্জিন বিকল হয়ে গেলে সুবর্ণ এঙপ্রেস বিরতিহীন ট্রেনটি কলেজ গেট এলাকায় দাঁড়িয়ে যায়। তখন আখাউড়া থেকে ইঞ্জিন আনার জন্য খবর দেওয়া হয়। এরই মধ্যে ট্রেনটির ইঞ্জিন ঠিক হয়ে যায়। বেলা ১১টা ২০ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দ্যেশ্যে রওনা দেয়।












