ব্রাহ্মণবাড়িয়ায় ইঞ্জিন বিকলের দেড়ঘণ্টা পর ছাড়ল সোনার বাংলা

ট্রেন চলাচল স্বাভাবিক

| রবিবার , ১২ মার্চ, ২০২৩ at ৬:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার প্রায় দেড়ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

গতকাল শনিবার রাত ১১টার দিকে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। খবর বাংলানিউজের।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. শাকির জাহান জানান, ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং এলাকা অতিক্রম করার সময় বিকল হয়ে যায়। এতে করে ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে প্রায় দেড়ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়া থেকে মালবাহী ট্রেনের ইঞ্জিন দিয়ে সোনার বাংলা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। বর্তমানে সব লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধআজ সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা
পরবর্তী নিবন্ধদুদিনে পেঁয়াজ কেজিতে বেড়েছে ৮ টাকা