ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি এক কিশোর নিহতের খবর দিয়েছে পুলিশ। এ সময় ভারতীয় এক নাগরিক গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। গত রোববার রাত পৌনে ১২টায় উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা সীমান্তে এ ঘটনা ঘটে বলে জানান কসবা থানার ওসি আব্দুল কাদের।
নিহত মো. সাকিব (১৮) উপজেলার নন্দনগর গ্রামের মো. মোতালেব মিয়ার ছেলে। গুলিবিদ্ধ ভারতীয় নাগরিক বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তবে তার নাম–পরিচয় পাওয়া যায়নি। খবর বিডিনিউজের।
ওসি আব্দুল কাদের বলেন, রাত পৌনে ১২টায় বিএসএফের গুলিতে সাকিব আহত হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা নেওয়ার পথে রাত সাড়ে ১২টায় মারা যায়। এছাড়া বিস্তারিত কিছু জানা যায়নি।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ছামিউল ইসলাম বলেন, মাদলা সীমান্তে এক বাংলাদেশি ও ভারতীয় নাগরিককে লক্ষ্য করে গুলি ছোড়েন বিএসএফ সদস্যরা। এ সময় বাংলাদেশি ও ভারতীয় নাগরিক গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ সাকিবকে কুমিল্লায় নেওয়ার পথে মৃত্যু হয়। ভারতীয় নাগরিকও গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশে চলে আসেন। বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন তিনি। সাকিব ও ভারতীয় নাগরিক মোটরসাইকেল চোরাচালানে যুক্ত ছিলেন বলে জানান ইউএনও।