ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় যাতায়াতে অনেকদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছে পৌরবাসী। এই শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো সংস্কার করা হয় না দীর্ঘদিন যাবৎ। সড়কে ভগ্নদশা, ভাঙন, গর্ত, ইট–সুড়কি উঠে যাওয়ায় পথচারীদের পথ চলায় যেমন নেয় সাচ্ছন্দ্য, তেমনি যানবাহন চলাচলেও সৃষ্টি হয়েছে নানা অসুবিধা, প্রায়শ ঘটে দুর্ঘটনা। শহরের প্রধান বাণিজ্যিক এলাকা সড়ক বাজার, আনন্দ বাজার, জগত বাজার এবং টানবাজারে যাওয়া আসার মূল মাধ্যম সদর থানার সম্মুখের খালপাড় সড়ক। এটি থানা রোড হিসেবেও পরিচিত। পৌর এলাকায় ট্রাক টার্মিনাল না থাকায়, প্রধান তিনটি বাজারের পন্যবাহী ছোট–বড় ট্রাক পার্কিং করে রাখা হয় সড়কের উপর। নিত্যদিনেই বিভিন্ন পন্যের বস্তার স্তূপের সাথে ময়লা আবর্জনার স্তূপও এই সড়ক দখল করে রাখে। এতে করে পথচারীদের পথ চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে। সমস্যা সমাধানে জনগণের স্বার্থে এই সড়কটি সংস্কারে পৌর কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়া জরুরি।
নুসরাত জাহান জেরিন
ব্রাহ্মণবাড়িয়া।