ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

| রবিবার , ৬ জুলাই, ২০২৫ at ৬:৩১ পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। গতকাল শনিবার দুপুরে উপজেলার চাতলপাড় বাজারে ‘উল্টা গোষ্ঠী ও মোল্লা গোষ্ঠী’র সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে নাসিরনগর থানার ওসি মো. আজহারুল ইসলাম জানান। নিহত সোহরাব মিয়া (২৮) ওই এলাকার চাঁন মিয়ার ছেলে এবং চাতলপাড় ইউনিয়ন শাখা ছাত্রদলের সহ সম্পাদক ছিলেন। তিনি মোল্লা গোষ্ঠীর সমর্থক। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই ‘উল্টা গোষ্ঠী ও মোল্লা গোষ্ঠী’র মধ্যে দ্বন্দ্ব রয়েছে। এর জেরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুপক্ষই সংঘর্ষে লিপ্ত হয়। সকালে ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ চলে। বাজারে দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। আহতদের মধ্যে মোল্লা গোষ্ঠীর তিনজন নেয়ামুল মিয়া, বাবুল মিয়া ও সুরাফ মিয়াকে কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর বিডিনিউজের। চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, দুই গোষ্ঠীর দীর্ঘদিনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ মারামারি শুরু হয়। একজন নিহত হয়েছেন। লুটপাটের ঘটনাও ঘটেছে। বন্ধ রয়েছে পুরো বাজার। মৃত্যুর ঘটনা জানাজানি হওয়ার পর চাতলপাড় বাজারের প্রায় পাঁচ শতাধিক দোকানঘর বন্ধ হয়ে গেছে।

উল্টা গোষ্ঠীর সমর্থক মো. আলাউদ্দিন বলেন, আমাদের লোকদের সব সময় তারা মারধর করত। এর জেরে আজ এ ঘটনা ঘটে। বাজারে আমাদের ২০টি দোকান লুটপাট করে কয়েক কোটি টাকার মালামাল নিয়ে গেছে।

মোল্লা গোষ্ঠীর পক্ষের মোতাহার হোসেন বলেন, আমাদের ওপর মিথ্যা অভিযোগ দিয়ে অতর্কিত হামলা করে আলাউদ্দিনের লোকজন। এর মধ্যে সোহরাবকে টেঁটা দিয়ে আঘাত করে মেরে ফেলে। আরও দুজনের জীবন সঙ্কটাপন্ন।

নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি।

পূর্ববর্তী নিবন্ধগাজায় নিজেদের গুলিতেই ৩১ ইসরায়েলি সেনা নিহত
পরবর্তী নিবন্ধআশুরা মুসলিম উম্মাহর গুরুত্বপূর্ণ দিন : আনোয়ারুল আলম চৌধুরী